Wellcome to National Portal

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়, গৌরনদী, বরিশাল

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জন সমূহ

আমাদের অর্জনসমূহ

 

১. খাদ্যে উদ্বৃত্ত (১৩৫৮ মে.টন)।

২. বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি।

৩. ডাল জাতীয় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি।

৪. সবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধি।

৫. পুষ্টির চাহিদা পূরণে উদ্ভুদ্ধকরণের মাধ্যমে মাল্টার সম্প্রসারণ।

৬. উদ্ভুদ্ধকরণের মাধ্যমে খাটো জাতের নারিকেল চারা রোপণ।

৭. বজ্রনিরোধক হিসাবে রাস্তার পাশে তালগাছের বীজ রোপণ ।

৮. ফসল আবাদ বৃদ্ধির জন্য প্রণোদনা কার্যক্রম 

৯. কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ।

১০. খামারযান্ত্রিকীকরণ (বিনামূল্যে ও 25-50% ভর্তুকীতে কৃষি যন্ত্রপাতি বিতরণ)।

১১. কৃষি সহায়তার অর্থ সহজ ও দ্রুততার সাথে পাওয়ার লক্ষ্যে মাত্র 10 টাকায় কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট খোলা ।

১২. ই-কৃষির (বিভিন্ন অ্যাপস্, এআইসিসি, কৃষি কল সেন্টার ও ভিডিও কনফারেন্স) মাধ্যমে কৃষকদের স্বল্প সময়ে, স্বল্প খরচে অতি সহজে সম্প্রসারণ সেবা প্রদান।